ফটিকছড়িতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
ফটিকছড়ি প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতা কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে ফটিকছড়ি উপজেলা আওযামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বিক্ষোভ মিছিলটি আওয়ামী লীগরর দলীয় কার্যালয় থেকে বের হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি হয়ে বিবিরহাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা চত্বরে প্রতিবাদ সমাবেশে অনুষ্টিত হয় ।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাপ রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।
উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক বোরহান আহমেদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ফটিকছড়ি পৌরসভার মেয়র মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ চৌং, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ- কমিটির সহ- সম্পাদক সাদাত আনোয়ার সাদী, আবুল বশর,জাহাঙ্গীর আলম, মোঃ সরোয়ার, হাজি আবুল কাশেম, এ কে জাহেদ চৌধুরী, শফিউল আলম চেয়ারম্যান, জালাল হোসেন, মাসুদ পারভেজ, মাইনুল করিম সাউকি, শফিউল আজম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন, সম্পাদক রায়হান রুপু, নুর হোসেন, নুরুল আমিন, একে আজাদ বাবুল, মোহাম্মদ আলী সিদ্দিকী, সাহেদা বিবি জেলি, শারমিন নুপুর,, আবু তাহের, মোঃ জসিম উদ্দিন, প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ফটিকছড়ি-নাজিরহাট পৌরসভার থেকে আ’লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে অংশ নেন।