• December 13, 2024

ফটিকছড়িতে প্রতিবন্ধীদের মাঝে শিল্পপতি বিপ্লবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

শাহনেওয়াজ নাজিম ফটিকছড়ি: ফটিকছড়ি উপজেলার দাতঁমারা ইউনিয়নের সকল ওয়ার্ডে অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে শিল্পপতি মেহেদি হাসান বিপ্লবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ২৩ মে (শনিবার) সকালে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দাতঁমারা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুল হক মজুমদার, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ সদস্য ইসমাঈল মজুমদার, সাংবাদিক কামাল উদ্দিন, দাতঁমারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর খৈয়ম ওসমানী, ইউপি সদস্য আনোয়ার হোসেন, সুব্রত দে, আব্দুল হাকিম, মোঃ ইলিয়াছ, আ’লীগ নেতা মাস্টার মাহবুব আলম, এডভোকেট মিহির দে, শাহিদুল আলম নাহিদ, আলমগীর পিন্টু,ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহীম।

উল্লেখ্য, শিল্পপতি মেহেদি হাসান বিপ্লব এবারের ঈদে নিজের ও পরিবারের জন্য জামা কাপড় না কিনে সে টাকা অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করছেন।

এছাড়াও করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে ফটিকছড়িসহ দেশের বিভিন্নস্থানে নিয়মিত হত-দরিদ্র জনগোষ্ঠীকে সহযোগীতা করে যাচ্ছেন তরুণ এ শিল্পপতি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post