• April 29, 2025

ফটিকছড়িতে ফেইসবুক স্ট্যাটাসকে নিয়ে মারামারির ঘটনায় আরেক কিশোরের মৃত্যু

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুরে ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে মারামারি ঘটনায় গুরুতর আহত মোঃ মনছুর (১৭) নামে আরেক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) রাত সাড়ে ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মনছুর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আলিমুদ্দিন সারাং বাড়ীর মোঃ দেলা মিয়ার পুত্র।

গত ১লা মে (শুক্রবার) দুপুর সাড়ে ১২টা নাগাদ নানুপুরে ফেসবুক স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দু’কিশোর গ্যাং-এর মধ্যে মারামারির ঘটনা ঘটে।
এতে ছুরিকাঘাতে নুরুল হক সাইমন (১৭) সিফাত (১৬) ও মনছুর (১৭) নামে তিন কিশোর আহত হয়। ঘটনার পর চমেক হাসপাতালে নেয়ার পথেই সাইমনের মৃত্যু হয়।

এ ঘটনায় ছুরিকাঘাতকারী মাহফুজ রানা (১৭) নামে এক কিশোরকে ঘটনাস্থল থেকে পুলিশে তুলে দেয় স্থানীয় জনতা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post