• March 25, 2025

ফটিকছড়িতে মহিলা সাংসদ ওয়াসিকার পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি: ফটিকছড়িতে মহিলা সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আয়েশা ওয়াসিকার পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১০মে) বিকালে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের জন্য তাঁর পক্ষে এসব খাদ্যসামগ্রী ধর্মপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করেন বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের সভাপতি তথ্য প্রযুক্তিবিদ ড. ফয়সাল কামাল চৌধুরী।

এসময় ৪৫০টি পরিবারে প্রতি পরিবারের জন্য ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১লিটার তেল, ১কেজি আটা, ১কেজি পেঁয়াজ ও ১কেজি ডাল প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ধর্মপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ, সহ-সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন বাবলু, কামাল উদ্দিন, সাজ্জাদ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলম, মোরশেদ প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post