• July 27, 2024

ফটিকছড়িতে মানবতার কল্যাণে এক প্রবাসী দম্পতি

শাহনেওয়াজ নাজিম: বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের গরিব, দিনমজুর, নিম্নআয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। অনেকেই পারছেন না পরিবারের ভরণ-পোষণ জোগাতে। এমতাবস্থায় মানবতাবোধে জাগ্রত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

একইভাবে মানুষের এ ক্রান্তিকালে মানবতার কল্যাণে এগিয়ে এলেন “সংঘরাজ শীলালংকার-রাজগুরু আর্যমিত্র ফাউন্ডেশন”র দাতা সদস্য “যাত্রা মোহন-বালি বালা ফাউন্ডেশন”র প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী নানুপুর পশ্চিম বড়ুয়া পাড়া নিবাসী বাবু সমঞ্জয় বড়ুয়া ও তার সহধর্মিণী শ্রীমতি রিয়া বড়ুয়া।

তাদের উদ্যোগে হিন্দু-বৌদ্ধ-মুসলিম সম্প্রদায়ের কর্মহীন ১২০পরিবার পেল নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী।

প্রশাসনের নির্দেশনা মেনে শুক্রবার সন্ধ্যা ৬টা হতে তাদের পক্ষ হতে দক্ষিণ ফটিকছড়ির নানুপুর ও নিচিন্তাপুরে মানুষের ঘরে ঘরে এসব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেওয়া হয় ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post