ফটিকছড়িতে মোটরসাইকেল-ভ্যানগাড়ির সংঘর্ষে যুবক নিহত, আহত ২
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে মোটরসাইকেল ও টিনবাহী ভ্যানগাড়ির সংঘর্ষে মোটরসাইকেল চালক সাজ্জাদ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরো দুজন।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউপি’র ৫নং ওয়ার্ডস্থ বারৈয়ারডালা সড়কে হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম সংলগ্ন এ ঘটনা ঘটে।
নিহত যুবক সাজ্জাদ হোসেন ওই এলাকার দজ্জি বাড়ির মোহাম্মদ ইব্রাহিম এর সন্তান। একই ঘটনায় গুরুত্বর আহত মোহাম্মদ হোসেন ও রুবেলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য গৌতম সেবাক বড়ুয়া বলেন, ‘মোটরসাইকেলে ৩জন যুবক ছিল। তারমধ্যে মোটরসাইকেল চালক সাজ্জাদ মারা গেছে এবং অন্য ২জন চমেকে চিকিৎসধীন আছে।