ফটিকছড়িতে র্যাব’র হাতে অস্ত্রসহ ৪ যুবক আটক
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করেছে র্যাব ৭। গত ৫ নভেম্বর রাতে ফটিকছড়ি বিবিরহাট খাগড়াছড়ি সড়কের ১নং রাস্তার মাথা সানমুন কনভেনশন হল এর সামনে থেকে তাদের আটক করা হয় বলে থানা সুত্রে জানা গেছে।
আটককৃতরা হচ্ছে ধুরুং এলাকার জেবল হোসেনের পুত্র মোহসিনুল করিম ইরফান(২০), পাইন্দং বড় ছিলোনিয়া হরিণাদিঘি এলাকার নুরুল ইসলামের পুত্র আব্দুর রহিম জিহান(২৩), দৌলতপুর এলাকার মোঃ জসিম এর পুত্র মোঃ শাওন(১৮), আমান বাজার এলাকার আব্দুর রহিমের পত্র মোঃ মইনুল হাসান হারেছ(১৮)।
এ সময় র্যাব ৭ তাদের কাছ থেকে ১টি রিভলবার, ৬ রাউন্ড গুলি ও দুটি মোটরসাইকেল জব্দ করে। পরে র্যাব ৭ আটক যুবকদের ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ফটিকছড়ি থানায় র্যাব-৭ এর (ডিএডি) মোঃ শহিদুল আলম মামলা দায়ের করেন।
এ বিষয়ে এস আই মোঃ এস আই আলমগীর (মামলার তদন্তকারী কর্মকর্তা) বলেন, র্যাব ৭ অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। মামলার তদন্ত চলছে। ফটিকছড়ি থানায় মামলা নং ০৬ তারিখি ০৬/১১/২০২০ইং।