• February 18, 2025

ফটিকছড়িতে স্বেচ্ছাসেবকলীগ নেতা হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ

শাহনেওয়াজ নাজিম: ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ কামাল হত্যা মামলার সকল আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নানুপুর বাজারের দক্ষিণ মাথায় রাসেদ কামাল স্মৃতি সংসদের উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি সগীর উদ্দীন আরিফের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে ছাত্রনেতা এনামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নানুপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাসির উদ্দীন, যুবলীগ নেতা ফারুক রায়হান, গোলাম মওলা, কামাল পাশা বাদল, মঈন উদ্দিন, ইকবাল হোসেন, মোঃ ইউনুছ প্রমুখ।

সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, রাসেদ কামালকে হত্যার পর প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় ৮/৯ জন আসামি আটক হয়েছে। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার বিবরণ দিয়েছে। যেখানে আরো অনেকে জড়িত রয়েছে বলে জানা গেছে। কিন্তু প্রধান আসামি সহ তাদেরকে এখনো পুলিশ গ্রেফতার করে নি। মামলার অগ্রগতিও কমে গেছে। গড়িমসি না করে অতি দ্রুত প্রধান আসামি সহ অন্যান্য আসামিদেরও গ্রেফতারের দাবি জানানো হয় সমাবেশে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post