• June 22, 2025

ফটিকছড়িতে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিলে আলাউদ্দিন নামে এক যুবক হত্যার বিচার চেয়ে সাংবাদিক সম্মেলন করেছে তার পরিবার।
২ মে বিকেলে সুয়াবিল ইউপির ৯নং ওয়ার্ডস্থ আতর মিয়া হাজির বাড়িতে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্যে আলাউদ্দিনের চাচী উম্মে জয়নাব বলেন গত ২৭ এপ্রিল সকালে পার্শ্ববর্তী চিকন ছড়া খাল থেকে বালি তুলতে গেলে সন্ত্রাসীরা একা পেয়ে আলাউদ্দিনকে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা করে।

হত্যাকাণ্ডের বিচার চেয়ে ইতোমধ্যে ভূজপুর থানায় ঘটনার সাথে সম্পৃক্ত ১৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এমতাবস্থায়, আসামীরা প্রভাবশালী ও ক্ষমতাবান হওয়ায় মামলা ভিন্নখাতে প্রবাহিত করতে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি মামলায় উল্লেখিত এজাহার ভুক্ত আসামীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় ফাঁসির দাবি জানান। এসময় আলাউদ্দিনের মা, ছোট ভাই সাইফুদ্দিন, ইউপি সদস্য আবু সৈয়দ, শামসুল আলম, বদি মাস্টার, রফিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post