ফটিকছড়িতে অগ্নিকান্ডে পাঁচ ঘর ভষ্মিভুত
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের পাঁচ ঘর সম্পূর্ন ভস্মিভুত হয়েছ। গত সোমবার গভীররাতে বিনাজুড়ি নোয়া বাড়ি এলাকার কলোনী বাড়িতে অগ্নিকান্ডের এঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে দিনমজুর সারমিন বেগম, সুজন, আকলিমা, সারমিন আকতার ও জৈনক ভিক্ষুকের ভাড়ায় বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়। স্থানীয় লোকজন প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুশফিকুর রহমান বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা সংগ্রহ করে তাদের পূর্নবাসনের ব্যবস্থা গ্রহন করা হবে।