• January 23, 2025

ফটিকছড়িতে অগ্নিকান্ডে ৭ দোকান ভষ্মিভুত

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে অগ্নিকান্ডে সাত দোকান সম্পূর্ণ ভষ্মিভুত হয়েছে। গত শনিবার ভোর রাতে লেলাং ইউপির চাড়ালিয়াহাট বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যেক্ষদর্শীরা জানান, গভীর রাতে ওসমানের মুদির দোকান, মোহাম্মদ সাকিলের লাইব্রেরী এন্ড ষ্টেশনারী, শুভল নমর মুদির দোকান, মোহাম্মদ এমদাদের বেকারী, মুরগীর দোকান, আবু তাহের চায়ের দোকান, মোহাম্মদ শফিকের চায়ের দোকান ও শুনিল নমর (ননাই) ষ্টেশনারী দোকানে অগ্নি কান্ড ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। ফাইয়ার সার্ভিস এবং এলাকাবাসী প্রায় ২ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে করে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়। ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post