• December 11, 2024

ফটিকছড়িতে অস্ত্রসহ গ্রেফতার ২

ফটিকছড়ির প্রতিনিধি: অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ। শনিবার দিনগত রাতে খিরাম নানুপুর সড়কের শান্তিরজাট বাজার সংলগ্ন এলাকা হতে টহলরত পুলিশ একটি সি এন জিতে তল্লাশি চালিয়ে খিরাম চৌমুহনী এলাকার মোহরম আলীর পুত্র আহমদ উল্লাহ(৩১) ও উত্তর খিরামের ইমাম আলীর পুত্র মোহাস্মদ সোলিমকে দুটি এল জি অস্ত্র, কাটারসহ গ্রেফতার করে।এ সময় তাদের ব্যবহৃত সি এন জিটিও উদ্ধার করে পুলিশ।

জাপতনগর পুলিশ ফাঁড়ির এস আই মোহাম্মদ মোস্তাফা বলেন,একটি সি এন জি তল্লাশি চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করি। এ ব্যাপারে ফটিকছড়ি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post