• July 27, 2024

ফটিকছড়িতে ইসলামী ফ্রন্টের প্রচারণা, মানুষ জিম্মিদশা থেকে মুক্তি পেতে চায়

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী নির্বাচনী পথসভায় বলেছেন, ”সন্ত্রাসের জনপদ” অপবাদ ঘুচিয়ে শান্তি-সম্প্রতি-সৌহাদ্যের ফটিকছড়ির সুনাম ছড়াতে চাই। মাদক ও সন্ত্রাস মুক্ত পরিবেশে জিম্মি দশা থেকে মুক্তি পেতে চায় ফটিকছড়ির মানুষ। ভোট মানুষের আমানত। সেই আমানতকে যারা চিনিয়ে নিয়ে ভোট ডাকাতির উৎসবে পরিনত করেছিল তাদের ফটিকছড়ির মানুষ প্রত্যাখ্যান করবে। আগামী ৩০ ডিসেম্বর ফটিকছড়ির যুব সমাজ সেই ভোট ডাকাতি রোধ করবে। আপনারা ভোট দিয়ে কেন্দ্রে পাহারা দিবেন। ভোট গুনে বাড়ি ফিরবেন।

তিনি ফটিকছড়ির খিরাম চৌমুহনী, হচ্ছারঘাট, নানুপুর কালুমুন্সির হাট, ছারাবটতল, আজাদী বাজার, জাহানপুর, মোহাম্মদ তকিরহাট, সৈয়দ বাজার এলাকায় গণসংযোগ কালে পথ সভায় একথা বলেন। তিনি আরো বলেন, ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ার যেই উন্নয়নের পথ তৈরী করেছেন, সেই ধারাবাহিকতা আমরা রক্ষা করতে চাই। ফটিকছড়ি দীর্ঘ দিন কাঙ্খীত উন্নীত থেকে বঞ্চিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সহ-সম্পাদক মো. জাহাংগীর আলম, অর্থ সম্পাদক এইচ এম মনজুরুল আনোয়ার চৌধুরী, ফটিকছড়ি দক্ষিণ উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক আজমী, সাধারণ সম্পাদক মজাহারুল হক কাইছার, মাওলানা ফরিদুল আলম, মাওলানা জাফর কামালী, সাবেক সাধারণ সম্পাদক শাহ জালাল, ব্যবসায়ী নেতা ফুল মিয়া সওদাগর, যুবসেনার নেতা হোসেন উদ্দিন, সাহেদ, আনোয়ার, ফিরোজ আলম, শহিদুল্লাহ কায়সার, মাস্টার ফয়েজ, তারেক উদ্দিন, নুরুন নাজিম মেম্বার, ছাত্রসেনা নেতা মোতালেব পারভেজ, এরশাদ, আবদুল্লাহ আল মামুন, আবদুল্লাহ আল নোমান প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post