• July 27, 2024

ফটিকছড়িতে ইয়াবা সম্রাট তৌহিদসহ ৬মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি থানার পুলিশ ইয়াবা সম্রাট তৌহিদ সহ ছয় মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির টাকা, সেবনের সারঞ্জাম উদ্ধার করেছে। সোমবার রাতে দক্ষিণ ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেও গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন মাহমুদ’র নির্দেশে এসআই এইচ এম দেলোয়ার হোসেন এর নেতৃত্বে দক্ষিণ ধর্মপুর গোলাপ রহমান মাষ্টার বাড়ীর মাদক ব্যবসায়ী-তৌহিদুল আলম প্রঃ তৌহিদ এর দ্বিতলা বিল্ডিং এর রমের ভিতর ইয়াবা ট্যাবলেট সেবন এবং বিক্রয় করার উদ্দেশ্যে জড়ো হলে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ হাতে নাতে তৌহিদুল আলম প্রঃ তৌহিদ (৩৪) পিতা- মৃত হাজী আব্দুল মালেক, নেজাম পাশা (৩৮) পিতা-মৃত মোহাম্মদ মিয়া, উভয় সাং-দক্ষিণ ধর্মপুর, গোলাপ রহমান মাষ্টার বাড়ী, সালেহ আহাম্মদ (৪০) পিতা-মৃত মুন্সি মিয়া, সাং-আব্দুল্লাহপুর, মুন্সি বাড়ী, সর্ব থানা-ফটিকছড়ি, মিজানুর রহমান প্রঃ সাজ্জাদ (৪৫) পিতা-শফিকুল ইসলাম, সাং-ইয়াছিননগর, আমজাদ আলী মাষ্টার বাড়ী, মোঃ রাশেদ (৩৪) পিতা-মৃত বাদশা মিয়া, মোহাম্মদ আলী (৫০) পিতা-মৃত ফোরখ আহম্মদ, উভয় সাং-উত্তর সর্ত্তা, ৭। আব্দুল কাদের প্রঃ হালিম (৩০) পিতা-মৃত আলী আহাম্মদ, সাং-ইয়াছিননগর, কারীঘর বাড়ী, সর্ব থানা-রাউজান, চট্টগ্রামকে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট, ০৩ টি রাংতা কাগজ রোল, ২৭ টি বিভিন্ন কালার গ্যাস লাইট, ০৭ টি বিভিন্ন সাইজের চিকন পাইপ, ০১ টি কেচি এবং ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের নগদ ২২,৩২০ টাকা সহ গ্রেফতার করে। এ সময় পিএসআই মোঃ রমজান আলী, এএসআই মোঃ নাজমুল হুদা, এএসআই মোঃ নুরুল আমিন সহায়তা করেন।

ফটিকছড়ি থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, আসামীদের বিরদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) টেবিলের ৯(খ) ধারায় মামলা দায়ের কওে হয়েছে এবং আসামীদেও আদালতে প্রেরণ করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post