ফটিকছড়িতে এক স্কুল শিক্ষক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
ফফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি করোনেশান সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো জসিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার ২৭ আগস্ট সকালে চট্টগ্রাম শহর থেকে ফটিকছড়ি করোনেশান সরকারী উচ্চ বিদ্যালয়ে কর্মস্থলে আসার সময় ফটিকছড়ি পৌরসভার জুবলী স্কুলে সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে প্রথমে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চমেক হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে শিক্ষকের স্ত্রী সুরাইয়া বেগম মলি চট্টগ্রাম প্রতিদিনকে জানান, দ্রুতগামী একটি গাড়িকে সাইট দিতে গিয়ে উন্নয়ন কাজের জন্য রাস্তায় রাখা পাথরের সাথে গড়িয়ে বাইটি রাস্তার বাইরে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তিনি বর্তমানে চমেকে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।