• February 19, 2025

ফটিকছড়িতে কেন্দ্রীয় যুবদলের মতবিনিময় সভা

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে কেন্দ্রীয় যুবদলের মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, স্বৈরাচার সরকারকে পতনের জন্য যুবদলকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সরকার মানুষের ভোটের অধিকার হরণ করেছে। মানুষের মৌলিক অধিকার অধিকার থেকে বঞ্চিত করেছে। সরকারে মদদে ক্যাসিনো ব্যবসা করে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বিদেশে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কোন বিকল্প নেই।

কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিভাগীয় যুবদলের নেতৃবৃন্দের সাথে ফটিকছড়ি উপজেলার যুবদলের তৃনমুল নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা গতকাল শুক্রবার বিকালে স্থানীয় উৎসব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ইউসুফ বিন জলিল । প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোশারফ হোসেন দীপ্তি।

বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সম্পাদক মাহফুজুর রহমান মিনার, চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শাহেদ ।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী সঞ্চালনায় উপস্থিত ছিলেন

ফটিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সরওয়ার আলমগীর, মুক্তিযোদ্ধা মাহবুল আলম, বিএনপি নেতা এমরান হোসেন, দিদারুল ইসলাম দিদার।

এ ছাড়া মতবিনিময় সভায় যুবদল নেতা মুনছুর চেšধুরী, আজম খান, জালাল উদ্দিন চেšধুরী, সরওয়ার মফিজ, মোশাররফ হোসেন মশু, তারেক ফয়েজ, নুরুল আমিন, নুর উদ্দিন, হানান চেšধুরী, রশিদ চেšধুরী, নাজিম তারফদার, জাহেদ মেম্বার, ডাক্তার মানিক, মইন উদ্দিন উজ্জল, মোহাম্মদ ফরহাদ, আবু ছালেহ , পাহিম ডিউক, শামীম আলমগির রুবেল, মজহারুল ইশবাল লাভলু, মুরশেদ হাজারী।

চট্টগ্রাম উত্তর জেলা, ফটিকছড়ি উপজেলা, ভূজপুর থানা, ফটিকছড়ি পৌরসভা, নাজিরহাট পোরসভার যুবদলে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post