• July 16, 2024

ফটিকছড়িতে খালে পড়ে ২ শিশুর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে খালের পানিতে পড়ে পুষ্পা মনি (৭) ও মায়া মনি (৫) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টায় উপজেলার পশ্চিম কাঞ্চন নগর ইউনিয়নে এঘটনা ঘটে।

জানা যায়, উক্ত ইউনিয়নের চরপাড়ার হাজী বজর বাড়ির মনা সওদাগরের ছেলে এখলাস তার মেয়ে পুষ্পা মনি ও তার ভাই প্রবাসী সরওয়ার আলমের মেয়ে মায়া মনিকে নিয়ে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ধুরুং খালে মাছ ধরতে যায়। সেখানে হঠাৎ দুজনে ধুরুং খালের পানিতে টপকে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত্যু ঘোষণা করে। এই দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান; এই মৌসুমে খালে পানি তেমন বেশী নেই। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এখানে পুকুরের মতো গভীরতা সৃষ্টি হয়েছে। এখানে পড়েই শিশুগুলো আর উঠতে পারেনি। এখানে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এলাকার মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রশাসন কর্তৃক একাধিকবার বালু উত্তোলন বন্ধ করা হলেও বালু খেকুরা কোনো অদৃশ্য শক্তিতে বালু উত্তোলন অব্যাহত রেখেছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post