ফটিকছড়িতে গার্মেন্টস কর্মীর করোনা পজিটিভ
জানা যায়, আক্রান্ত জরিনা বেগম (২৬) চট্টগ্রামের একটা গার্মেন্টসে চাকরী করেন, সে চট্টগ্রামের সাগরিকা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন,অসুস্থতা নিয়ে ৩ মে সন্দেহভাজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজে কোভিট-১৯ টেস্ট করেন,এবং ওই দিনই টেস্ট করে সে তার নিজ বাড়ি ফটিকছড়ি বাগানবাজারে চলে আসেন। এরপর গতকাল (৮ মে) তার করোনা টেস্ট পজিটিভ আসে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.সায়েদুল আরেফিন বলেন, করোনায় আক্রান্ত জরিনা বেগম করোনা টেস্ট করার পর থেকেই হোম কোয়ারেন্টিনে আছেন, বাড়ি লকডাউন করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। মহিলার অবস্থা স্বাভাবিক ও সুস্থ ।চট্টগ্রাম হাসপাতালে পাঠানোর জন্য চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। উল্লেখ্য, এর আগেও এক চিকিৎসকের করোনায় আক্রান্ত হলেও তিনি এখন সুস্থ আছেন।