ফটিকছড়িতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন ছাত্রের মৃত্যু
ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম-খাগড়াছড়ি মহা সড়কের ফটিকছড়িতে তৈলবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। গুরুত্বর আহত এক ছাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। গতকাল রবিবার সন্ধ্যার পূর্বক্ষণে দিকে পাইন্দং ইউনিয়নের তাজুর ঘাটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা প্রায় ৩০ মিনিট আগে একটি তৈলবাহী মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোহাম্মদ আরিফ (১৬) পিতা; মোহাম্মদ আবুল কালাম হাজি ফয়েজ আহমদের বাড়ি, সাং পাইন্দং নিহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মাসুদ ও মিজানকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে দায়িত্বরত ডাক্তাররা মোহাম্মদ মাসুদ (১৫) পিতা; মোহাম্মদ আবুল বশর তাজুর বাড়ি, সাং পাইন্দংকে মৃত ঘোষনা করেন। গুরুত্বর আহত মিজানকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে রাত সাড়ে ৮টার দিকে মৃতঘোষনা করে কর্তব্যরত চিকিৎসক।
পাইন্দং ইউপি মো. সরোয়ার স্বপন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতরা সবাই
ছাত্র। তাদের মৃত্যুর খবরে এলাকায় আত্মনাদ চলছে। দাপন কাপনের ও ব্যবস্থা চলছে।