ফটিকছড়িতে দিন দুপুরে সরকারী গাছ চুরি

শেয়ার করুন
শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি: করোনা পরিস্থিতিতে ফটিকছড়ি উপজেলার খিরাম সর্তা বনবিটের গাছ চুরি করেছে দুর্বৃত্তরা। ২৮ (এপ্রিল) মঙ্গলবার সকাল ৯ টার দিকে খিরাম বনবিটের অাওতাধীন উত্তর ধর্মপুর অংশ হতে ২০০৮ ও ২০০৯ সালে রুপিত ৩০ হেক্টর ও ২০১৫-২০১৬ সালে রুপিত ২০ হেক্টর সামাজিক বনায়নের কয়েক হাজার গাছ কেটে চুরি করে নিয়ে যায় চোরেরা।

স্থানীয়রা জানান, এই মৌসুমে প্রায় প্রতিদিনই রাতের অাঁধারে সর্তা বিটের সামাজিক বনায়নের চুরি করা এসব গাছ খিরাম- নানুপুর বাজার সড়ক হয়ে নাজিরহাট-অাজাদী বাজার সড়ক, গহিরা- হেয়াঁকো- রাউজান হয়ে দেশের বিভিন্ন এলাকায় পাচার করা হয়। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট বিটের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে এ গাছ পাচার করছে একটি অসাধু সেন্ডিকেট।

এ ব্যাপারে বক্তব্য জানতে বিট কর্মকর্তা ফজলুল কাদেরের মুটোফোনে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।  তবে এ বিটের ফরেস্ট গার্ড তপন বাবুর সাথে কথা হলে তিনি গাছ চুরির বিষয়টি স্বীকার করে বলেন, ‘মঙ্গলবার সকালে ধর্মপুর অংশে গাছ চুরি হচ্ছে এমন খবর পেয়ে অামরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। ততোক্ষণে চোররা গাছ কেটে নিয়ে পালিয়ে যায়। লোকবল কম থাকার কারণে অামরা চোরদের অাটক করতে ব্যার্থ হই।

জানতে চাইলে চট্টগ্রাম জেলা বন কর্মকর্তা বখতেয়ার নুর সিদ্দীকি বলেন, এব্যাপারে আমি শুনেছি, গাছ কাটার সময় অভিযান চালিয়ে কাঠ জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। আগেও কয়েকবার অবৈধভাবে গাছ কাটার ঘটনা ঘটেছিল। তখনো আমরা ব্যবস্থা নিয়েছি।