ফটিকছড়িতে বিএনপি প্রার্থী সংবাদিক সম্মেলন, পুলিশী হয়রানীর অভিযোগ
ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী কর্ণেল (অবঃ) আজিম উল্লাহ বাহার সাংবাদিক সম্মেলন করেছে। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেছেন, জাতির চরম ক্রান্তিলগ্নে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। একবার যদি সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, ধানের শীষের বিজয় সুনিশ্চিত। এখনো নির্বাচনী সুষ্টু পরিবেশ সৃষ্টি হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়নি। এখনো প্রতিরাতে পুলিশ আমাদের নেতা-কর্মীদের বাড়িতে-বাড়িতে তল্লাসীর নামে হয়রানী করছে।
তিনি আরো বলেন, গণতান্ত্রিক আন্দোলনের অবিসাংবাদিত সমকালীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তির সাথে নিজেদের অবরুদ্ধ গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে জাতীয় ঐক্যের প্রতীক ‘ধানের শীষ’ এ সুবিবেচনা প্রসূত রায় ফটিকছড়ির সর্বস্তরের ভোটাররা প্রদান করবেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ফটিকছড়ি উপজেলা সদরের নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেএসডি নেতা সৈয়দ তারেকুল আনোয়ার, এডভোকেট আবছার উদ্দীন হেলাল, বিএনপি নেতা এনামুল হক বাবুল, ইয়াকুব আলী, আবুল মনচুর, মিজানুর রহমান, যুবদল নেতা সরোয়ার মফিজ প্রমুখ।