ফটিকছড়িতে সিএনজি উল্টে শিশু নিহত

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে সিএনজি গাড়ি উল্টে ইশফা নামে ছয় মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ধর্মপুর ইউনিয়নের মনছপ বাড়ি টিলায় এঘটনা ঘটে। জ

সিয়াম সাধনার মাধ্যমে মানুষ স্বীয় প্রবৃত্তি নিয়ন্ত্রনের শিক্ষা পায় -মাওলানা নুরী
ফটিকছড়ির খীরামে ছাত্রলীগ-আওয়ামীলীগ সংঘর্ষ: নিহত ১ আহত ৪
নানা আয়োজনে ফটিকছড়িতে মুজিব শতবর্ষ উদযাপন

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে সিএনজি গাড়ি উল্টে ইশফা নামে ছয় মাস বয়সী এক শিশু নিহত হয়েছে।

সোমবার সন্ধ্যায় ধর্মপুর ইউনিয়নের মনছপ বাড়ি টিলায় এঘটনা ঘটে। জানা গেছে, নিহত শিশুটি স্থানীয় সোবহান বাপের বাড়ির প্রবাসী মোহাম্মদ হানিফের এক মাত্র কন্যা। শিশুটি তার মা আফরোজা বখতপুরে অসুস্থ এক আত্মীয়কে দেখতে গিয়েছিল। ধর্মপুর ইউপি সদস্য বজল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।