• September 11, 2024

ফটিকছড়িতে ৫০ লিটার মদসহ আটক ১

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের বড় খৈয়া এলাকা থেকে ৫০ লিটার দেশীয় তৈরী মদ উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নাজিরহাট মহাসড়ক পুলিশ ফাঁড়ির কর্তব্যরত পুলিশ গাড়ি তল্লাশী করে এসম মদ ও এক ব্যক্তিকে আটক করা হয়।
নাজিরহাট মহাসড়ক হাইওয়ে পুলিশ ফাঁড়র উপপরির্শক (এসআই) মো. মজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস (নং: চট্টমেট্রো-জ-১১-০৭২৪) তল্লাশী করে ৫০ লিটার দেশীয় তৈরী মদ উদ্ধার করা হয়। একই সাথে বহনকারী এক ব্যক্তিকে আটক করা হয়। তার নাম সুমন দাশ (৩৫), পিতা: সন্তোষ দাশ, সাং: উত্তর জলদী, থানা: বাশখালী, চট্টগ্রাম। সে বর্তমানে ফটিকছড়ি থানা হাজতে আটক রয়েছে। তাকে আদালতে প্রেরন করা হবে বলে থানা সূত্র জানিয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post