• July 27, 2024

ফটিকছড়ির কৃতি শিক্ষার্থীর শিশু সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা

ফটিকছড়ি (চট্টগ্রাম): ফটিকছড়ির কৃতি শিক্ষার্থীর শিশু সাংবাদিকতার উপর বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান বায়তুল হিকমাহ মাদরাসা কৃতি শিক্ষার্থীদের শিশু সাংবাদিকতার উপর বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা আজ ২৬ সেপ্টেম্বর মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা ফরিদুল আলম ও মাওলানা আইয়ুব আলীর যৌথ উপস্থাপনায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্তঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল হিকমাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাওলানা মুফতি ওমর সাঈদ, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বায়তুল হিকমাহ ফাউন্ডেশন এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকা ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি ও ফটিকছড়ি প্রেস ক্লাবের অর্থ সম্পাদক প্রভাষক সৈয়দ মুহাম্মদ মাসুদ, সাংবাদিক ফখরুল ইসলাম চৌধুরী, ত্রৈ মাসিক রঙপেন্সিল পত্রিকা এর প্রধান সম্পাদক প্রভাষক এস এম মুস্তফা আমিন মানিক।

উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মোঃ হাসান. উপাধ্যক্ষ মাওলানা মুজিবুল হক. শিক্ষা সচিব মাষ্টার মুসলিম উদ্দীন. মোঃইদ্রিস আলী। আলোচক ও প্রশিক্ষকরা বলেন, তরুণদের সাংবাদিকতায় এগিয়ে যেতে হলে ধারাবাহিক চর্চা করতে হবে। ত্যাগ ও সাধনা ছাড়া ভাল সাংবাদিক হওয়া যায়না. ভাল সাংবাদিক হতে হলে ভাল ভাবে পড়া লেখা করতে হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post