ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির খিরাম তালিমুল কোরআন ইসলামিক কিন্ডারগার্টেনে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে জাম
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির খিরাম তালিমুল কোরআন ইসলামিক কিন্ডারগার্টেনে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে জামিয়া খিরামের পরিচালক মাও. আনছ ছোলতানীর সভাপতিত্বে ভবন উদ্বোধন অনুষ্ঠান ও বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সৃজনী শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান ড. মুহাম্মদ মুসা চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, জামিয়া বাবুনগরের পরিচালক আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। আরো উপস্থিত ছিলেন, হযরত ইমাম আবু হানিফা (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইমাম আবু হানিফা (রহ.) প্রাথমিক বিদ্যালয় ও অত্র কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ জানে আলম জনি।