• September 11, 2024

ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা নির্বাচনী তফসিল ঘোষণা

ফটিকছড়ি প্রতিনিধি: অবশেষে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টাওে কমিশন সভা শেষে  সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ জানান, নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ১ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৪ মার্চ, প্রার্থীতা প্রত্যাহার ১২ মার্চ, প্রতীক বরাদ্দ ১৩ মার্চ এবং ভোট গ্রহণ করা হবে ২৯ মার্চ।

সীমানা সংক্রান্ত বিরোধ নিয়ে মামলা জটিলতার কারণে এতদিন নির্বাচন হয়নি এ পৌরসভায়। স্থানীয় সরকার মন্ত্রনালয় ২০১৪ সালে দৌলতপুর সুয়াবিল ইউনিয়ন নিয়ে এ পৌরসভা গঠন করে। এদিকে বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নাজিরহাট পৌরসভার তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় পৌর বাসিন্দারা। নির্বাচন অনুষ্ঠিত হবে এমন খবরে এলাকায় আনন্দ উল্লাস বিরাজ করছে। শুরু হয়ে গেছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাপ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post