• October 8, 2024

ফটিকছড়ির লতিফ রহমান ও জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্ষপূর্তির প্রস্তুতি

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির জাফতনগরস্থ লতিফ রহমান (অবৈতনিক) উচ্চ বিদ্যালয় এবং জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক প্রস্তুতি সভা শুক্রবার বিকেলে বিদ্যালয় মাঠে সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রবীন আওয়ামীলীগ নেতা আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন লতির ফরহমান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকমো. আবদুল হামিদ, প্রাক্তন ছাত্র শেখ জাকারিয়া জকু, অধ্যাপক দয়াল কান্তি রায়, মাস্টার একেএম মহিউদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. হাসান, মোজাহের, সেলিম উদ্দিন, আজগর, নাসির উদ্দিন।

সভায় সর্বস্মতিক্রমে প্রাক্তন ছাত্র জাফতনগর ইউপি চেয়ারম্যান মো. আবদুল হালিম কে আহবায়ক ও আবদুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মো. অহিদুল আলমকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট্য কমিঠি গঠন করা হয়। আগামী মার্চ মাসের সুবিধা জনক তারিখে তিন দিন ব্যাপী পূর্নমিলনী অনুষ্টানের জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন আহবায়ক কমিটি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post