• February 18, 2025

ফটিকছড়ির শ্বশুড়বাড়ীতে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সংবর্ধিত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাসান মাহমুদ এম.পি ফটিকছড়ির সুন্দপুর ইউনিয়নের আজিমপুর গ্রামে শ্বশুড়বাড়ীতে সংবর্ধিত হয়েছেন।

৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে তাঁর শ্বশুড়বাড়ীর বিদ্যাপীঠ আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে তিনি শ্বশুড়বাড়ীর আজিমপুর গ্রামের মাস্টার বাড়ীতে স্বস্ত্রীক মধ্যাহ্নভোঁজ করেন। এরপর বিকাল ৪ টায় বিদ্যালয়ের অনুষ্টানে যোগ দেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকা ‘স্বপ্ন ছোঁয়ার’ মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। এরপর প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি জয়নাল আবেদীন কাঞ্চনের সভাপতিত্বে এতে বিশেষ আলোচক ছিলেন নারী সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি (এমপি)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদুল আরেফিন, ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহনেওয়াজ চৌধুরী, খিরাম ইউ.পি চেয়ারম্যান সোহরাব হোসেনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘ফটিকছড়ি আমার শ্বশুড়বাড়ী। এখানে আমার অনেক কিছু দেওয়ার আছে। ফটিকছড়ির উন্নয়ন করা আমার দায়িত্ব। আমি ভবিষ্যতে ফটিকছড়ির সামগ্রীক উন্নয়নে ভূমিকা রাখব।’

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post