• December 2, 2024

ফটিকছড়ির সাংবাদিক সোলাইমান আকাশের উপর সন্ত্রাসী হামলা

সৈয়দ মোহাম্মদ মাসুদ, ফটিকছড়ি: দৈনিক আজাদীর ফটিকছড়ি প্রতিনিধি সাংবাদিক সোলাইমান আকাশের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। ১৬ এপ্রিল (মঙ্গলবার) রাত সাড়ে ১০ টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের অাজাদী বাজারের সাহারাভিটে নামক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সাংবাদিক আকাশ মোটরসাইকেল যোগে আজাদী বাজার থেকে বাড়ী ফেরার পথে সাহারা ভিটে নামক এলাকার অন্ধকার স্থানে পৌছুলে পেছন দিকে মাথায় অাঘাত করে একদল স্বসস্ত্র মুখোশধারী সন্ত্রাসী। এসময় তারা তাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার জন্য অাকাশ চিৎকার করে উঠলে স্থানীয়রা ছুটে আসে। একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সাংবাদিক আকাশকে চমেকের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা শীলাব্রত বড়ুয়া বলেন, ‘ফটিকছড়ি থেকে গুরুতর আহত আজাদীর সাংবাদিক আকাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়েছে। বাম পা ভেঙ্গে গেছে।’

অপরদিকে তার উপর এমন বর্বোরোচিত হামলায় ক্ষুভে ফুঁসছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ‘আপোষহীন সাংবাদিক আকাশের উপর যারা হামলা চালিয়েছে সেসব দুর্বৃত্তকে চিহ্নিত করে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছি। অন্যথায় চট্টগ্রামের সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post