• July 27, 2024

ফটিকছড়ি উপজেলা বিএনপি’র আহবায়ক সরোয়ার আলমগীরকে পুলিশি হয়রানীর নিন্দা

ফটিকছড়ি প্রতিনিধি:  নাজিরহাট পৌর নির্বাচনে প্রচারনার শেষ দিনে নির্বাচনী প্রচারণা চলাকালীন তাকেঁ গ্রেফতারের চেষ্টা চালায় পুলিশ। মঙ্গলবার বিকালে কোনো ধরনের  মামলা না থাকার পরেও দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণাকালে সম্পুর্ন বিনা উস্কানিতে পুলিশ তাঁকে ধাওয়া দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতারা।

২৭ মার্চ রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন,সরকার দলীয় প্রার্থীর পক্ষে বহিরাগতরা শো’ডাউন করলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর পরাজয় নিশ্চিত জেনে তারা প্রশাসনকে ব্যবহার করে বিএনপি নেতা কর্মীদের হয়রানি করছে। নেতৃববৃন্দ বলেন, পুলিশ প্রতিরাতে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়ে ভীতিকর পরিবেশ সৃস্টি করছে। নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালনের কথা থাকলেও ফটিকছড়ি থানা পুলিশ পুরোপুরি সরকারী দলের প্রার্থীর পক্ষে কাজ করছে। নির্বাচনের ঠিক একদিন আগে পুলিশের এহেন ন্যাক্কার জনক ভূমিকায় সুষ্ট নির্বাচন নিয়ে শংকিত বিএনপি নেতারা।

বিবৃতিদাতারা হলেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চেয়ার পারসনের উপদেষ্ঠা এস এম ফজলুল হক, উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, ফটিকছড়ি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মির্জা মো.াআকবর, মেয়র প্রার্থী সিরাজ উদ দৌলা, বিএনপি নেতা শফিউল আলম, নাজিম উদ্দিন শাহিন, সরোয়ার মফিজ,হ াসানুল করিম প্রুমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post