• July 27, 2024

ফটিকছড়ি ছাত্রসমাজের ব্যানারে ধর্ষন, ইভটিজিং ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: ‘ধর্ষিত জাতি, আজ কলংকিত সমাজ, রুখে দাও ধর্ষণ, হে অন্ধ সমাজ’-এই স্লোগানকে সামনে রেখে ফটিকছড়িতে ধর্ষণ, ইভটিজিং ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফটিকছড়ি ছাত্র সমাজ। ২০ জুলাই শনিবার  সকাল মুনিরা কমিউনিটি সেন্টারের সামনে ফটিকছড়ি ছাত্র সমাজের আহবায়ক সাজ্জাদুল আলম সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন।
এতে ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ, ফটিকছড়ি স্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ ফটিকছড়ির বিভিন্ন স্কুল-মাদ্রাসা শিক্ষার্থী ও সংগটন মানববন্ধনে একাত্ত্বতা প্রকাশ করেন। দীর্ঘ আধ কিলোমিটারের এই মানববন্ধনে শত শত ছাত্র-ছাত্রীসহ সর্ব-সাধারণ অংশ গ্রহণ করেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান রুপুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য মাঈনুল করিম সাউকি, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল উদ্দীন, সহ-সভাপতি জিকু চৌধুরী, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদেক আলী সিকদার শুভ, পৌর ছাত্রলীগ সভাপতি আবু সোয়াইব, সম্পাদক আফাজ উদ্দীন তুহিন, ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক সাইফুদ্দীন, মোস্তাফিজ ববি, আবু শোয়াইব, রাহাত হোসেন, মেজবাহ উদ্দীন ও জিকু।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ফটিকছড়িতে হঠাৎ করেই নারী ও শিশুদের উপর যৌন নির্যাতন, ইভটিজিং বেড়ে গেছে। শিশু ধর্ষনকারীকে ফাঁসি কার্যকর করাসহ সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান বক্তারা।’

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post