ফটিকছড়ি পৌরসভা ও ধর্মপুর ইউনিয়নে বই বিতরণ
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি পৌরসভা পাইলট উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি করোনেশন উচ্চ বিদ্যালয়, ফটিকছড়িমডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়। এ সময় ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট উত্তম কুমার মহাজন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিমেল কদর, কাউন্সিলর আলা উদ্দিন রাকিব, মহিলা কাউন্সিলর সেলিনা আকতার, উপস্থিত ছিলেন।
ধর্মপুর ইউপি: ১৮নং ধর্মপুর ইউপি চেয়ারম্যান ও ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ কাইয়ুম ১ জানুয়ারী সকাল ১০টা থেকে ধর্পুর ইছহাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, মানদাময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সৈয়দ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, ধর্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কমিটি বাজার এ সামাদ প্রাথমিক বিদ্যালয়, জজ বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, উৎসব মুখর পরিবেশে ছাত্র ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন। এ সময় মাস্টার একরাম উল্লাহ, শিক্ষিকা শিলা রানী আচায্য, মাস্টার গোলাম রব্বানী, রনজিৎ কুমার শর্মা, ইউপি সদস্য শহিদুল ইসলাম আকাশ, যুবলীগ নেতা আবু বকর কাঞ্চন, সাংবাদিক এম এস আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।