ফটিকছড়ি প্রেসক্লাবের মতবিনিময় সভা

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি প্রেসক্লাবের আহবায়ক কমিটির কর্মতৎপরতার অগ্রগতি পর্যালোচনা মূলক প্রথম সভা গত ১১ জানুয়ারী বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলা পরিষদের

সফিকুল ইসলাম জুয়েল এর ইন্তেকালে হযরত সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর শোক
ফটিকছড়ির ভূজপুর আশ্রয়ন প্রকল্প নির্মাণে অনিয়মের অভিযোগ
রাঙ্গুনিয়ায় কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী আটক

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি প্রেসক্লাবের আহবায়ক কমিটির কর্মতৎপরতার অগ্রগতি পর্যালোচনা মূলক প্রথম সভা গত ১১ জানুয়ারী বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলা পরিষদের ডাক বাংলোতে অনুষ্টিত হয়। আহবায়ক আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব- এস.এম.মোরশেদ মুন্নার সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন বিশ্বজিৎ রাহা(দৈনিক ইত্তেফাক), এস.এম অাক্কাছ উদ্দিন (দৈনিক প্রথম অালো), ইকবাল হোসেন মঞ্জু (দৈনিক সমকাল), এম এস সোলাইমান অাকাশ (দৈনিক অাজাদী), শহীদুল অালম (দৈনিক পূর্বদেশ)।

আহবায়ক কমিটির কর্মতৎপরতা ও কাজের অগ্রতিতে সন্তোষ্টি প্রকাশ করে আরো যারা উপস্হিত থেকে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ (অাজকের সূর্যোদয়), নাজিম উদ্দিন চৌধুরী (দৈনিক নয়া বাংলা), অাব্দুস সাত্তার (সিটি নিউজ),সাইফুর রহমান সোহান (দৈনিক ইনফো বাংলা), শওকত হোসেন করিম (দৈনিক সাঙ্গু), কাউছার শিকদার (সাপ্তাহিক ফটিকছড়ি খবর), মো.এনামুল হক (দৈনিক কর্ণফূলী), মো. অালমগীর নিশান (৭১ বাংলা), মো. সেলিম (সি-প্লাস) প্রমূখ।