• October 14, 2024

ফটিকছড়ি প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠিত

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। রবিবার (৭ জানুয়ারী) ফটিকছড়ি উপজেলা সদরের একটি রেষ্টুরেন্টের হল রুমে সাংবাদিক বিশ্বজিৎ রাহা’র সভাপতিত্বে অনুষ্টিত সাংবাদিকদের তৃতীয় মতবিনিময় সভায় সকলের সর্ব সম্মতিক্রমে সাংবাদিক আহমদ আলী চৌধুরী (মাসিক ফটিকছড়ি সংবাদ) কে আহবায়ক ও সাংবাদিক এস.এম মোরশেদ মুন্নাকে (দৈনিক পূর্বকোণ) কে সদস্য সচিব করে  ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির যুগ্ম আহবায়ক হলেন এস.এম আক্কাছ উদ্দিন (প্রথম আলো), যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন মঞ্জু (সমকাল), যুগ্ম আহবায়ক এম এস সোলাইমান আকাশ (আজাদী)। সদস্য হলেন বিশ্বজিৎ রাহা (দৈনিক ইত্তেফাক), শহীদুল আলম (দৈনিক পূর্বদেশ),সৈয়দ  তারেকুল আনোয়ার (মাসিক ফটিকছড়ি), জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ (আজকের সূর্যোদয়), নাজিম উদ্দিন চৌধুরী (দৈনিক নয়া বাংলা), আব্দুস সাত্তার (সিটি নিউজ), মো. রফিকুল ইসলাম (সংগ্রাম), আবু মনছুর (দৈনিক সুপ্রভাত), সাইফুর রহমান সোহান (দৈনিক ইনফো বাংলা), আবু মুছা জীবন (ব্রেকিং নিউজ.কম), শওকত হোসেন করিম (দৈনিক সাঙ্গু), মো.এনামুল হক (দৈনিক কর্ণফূলী), মো. আলমগীর নিশান (অনলাইন ৭১ বাংলা), মো. সেলিম (অনলাইন সি-প্লাস)।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post