Homeস্লাইড নিউজশিরোনাম

ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা মাটিরাঙ্গায়

স্টাফ রিপোর্টার: মাটিরাঙ্গায় নুরুল আলম (৩৫) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নুরুল আলম মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নে

মানিকছড়িতে অপহরনের পর ধর্ষন, আটক ১
৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির প্রতিষ্ঠা বার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জন্মেছি এই দিনে’
মানিকছড়িতে‘লোসেকটিল প্রীতি ফুটবল টুর্নামেন্ট’অনুষ্টিত

স্টাফ রিপোর্টার: মাটিরাঙ্গায় নুরুল আলম (৩৫) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নুরুল আলম মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের মালেক মাষ্টারপাড়ার মাসুক মিয়ার ছেলে।

৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন জানান, দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলো নুরুল আলম, তাকে বিভিন্ন স্থানে চিকিৎসা করেও কোন উন্নতি হয়নি। সে যখন তখন যে কোন কারণে রেগে যেত। মানসিক রোগে ভোগার কারনে একবছর আগে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে যায়। সাফায়েত হোসেন নামে ৮ বছরের নামে একটি ছেলে আছে তার।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্তপূর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।