ফুটবলে বিশেষ প্রশিক্ষণে ইউরোপ যাচ্ছেন খাগড়াছড়ির সেনারি

 ফুটবলে বিশেষ প্রশিক্ষণে ইউরোপ যাচ্ছেন খাগড়াছড়ির সেনারি

এ খবরে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস সেনারির বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করা হয় সেনারি পরিবারকে। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সেনারী চাকমাকে সরকারি ভাবে ঘর বানিয়ে দেওয়া এবং ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়ার প্রতিশ্রুতি দেন। সেনারি বিদেশ থেকে ফিরলে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাসিক বৃত্তির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক সেনারিকে নিয়ে বাজারে যান, জুতা কাপড় কিনে দেন। এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোভা পাচ্ছে এখন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post