বই উৎসব আজ আমাদের জাতীয় উৎসবে পরিনত হয়েছে -তৌহিদুল আলম বাবু
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা চেয়ারম্নযান এম তৌহিদূল আলম বাবু বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বছরের প্রথম দিনে সমগ্র বাংলাদেশে শিক্ষার্থীদের হাতে বই তোলে দেওয়ার সাফল্য ও শিক্ষার্থীদের নতুন বই প্রাপ্তীর আনন্দ উৎসব আজ আমাদের জাতীয় উৎসবে পরিনত হয়েছে। শিক্ষাবান্ধব জননেত্রী শেখ হাসিনার সরকারের এমন যুগান্তকারী সাফল্যের এ ধারাবাহিকতা রক্ষা করতে হলে আগামীতেও আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই।
সোমবার ১ লা জানুয়ারী নাজিরহাট পৌরসভার দৌলতপুর এবিসি উচ্চ বিদ্যালয়ের বই উৎসব অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আব্দুল মোনায়েম সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আব্দুর রশিদ হওলাদার, প্রবীন রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা এসএম ফসিউদ্দৌলাহ, সাবেক চেয়ারম্যান এসএম সিরাজুদ্দৌলাহ, পৌর আ’লীগ আহবায়ক এনামুল হক বাবুল, পৌর আ’লীগ যুগ্ন আহবায়ক সৈয়দ মোর্শেদুল আমিন, এস এম জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা মোঃ হাসান প্রমুখ।