বঙ্গবন্ধুর ভাষ্কার্য ভাংচুরের প্রতিবাদে রামগড়ে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

রামগড় প্রতিনিধি: “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এ শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কার্য দুর্বৃত্ত কর্তৃক ধ্বংশ করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে রামগড় উপজেলার সরকারী কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় রামগড় বাজারস্থ খাগড়াছড়ি ফেনী ঢাকা প্রধান সড়কে উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্যাহ মারুফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র, পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন, থানা অফিসার ইনচার্জ সামসুজ্জামান, মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস সহ বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা
মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরো উপস্থিত ছিলেন,  সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, জনপ্রতিনিধিসহ সরকার দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post