• February 9, 2025

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রামগড় প্রতিনিধি: কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রামগড় উপজেলা আ’লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন। রবিবার(৬ ডিসেম্বর) বিকাল ৪টায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে সমাপনী বক্তব্য রাখেন রামগড় উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম- প্রদেশ ত্রিপুরা, পৌর আ’লীগের সভাপতি রফিকুল আলম কামাল সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ হানিফ পাটোয়ারী, উপজেলা কলেজ ছাত্রলীগের আহবায়ক কাউছার হাবিব শোভনসহ উপজেলা, ইউনিয়ন, ওয়াডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post