• February 19, 2025

বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মানিকপুর হাইস্কুলে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা

 বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মানিকপুর হাইস্কুলে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে লক্ষীছড়ি জোন কর্তৃক পরিচালিত বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

১৫ আগস্ট রোববার সকালে আয়োজিত জাতির পিতার আদর্শ ও দেশ প্রেমে জাগ্রত করার লক্ষ্যে বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও লক্ষীছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেলঃ মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পিএসসি,জি। এসময় জাতির পিতার জীবনীর উপর আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ রিসালাত রাজীব, এ্যাডজুটেন্ট মেজর মেহেদী হাসান সৌরভ, এস এম বাবুল হোসেন, কাঞ্চন নগর ইউপি চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রশিদ উদ্দিন চৌধুরী কাতেব, মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেন্ট অফিসার মোহাং খুরশেদ আলম ও ম্যানেজিং কমিটির অন্যান্য সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মনসুর আলম।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post