বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সম্পাদক হলেন পানছড়ির শফিকুল
মোফাজ্জল হোসেন ইলিয়াছ খাগড়াছড়ি: “বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ” খাগড়াছড়ি জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে নিযুক্ত হয়েছেন জেলার বার’র শিক্ষানুবীশ আইনজীবী পানছড়ি‘র শফিকুল আলম। ২০ মে সংগঠনটির জেলা কমিটির সভাপতি ইকু চাকমা ও সাধারণ সম্পাদক অপূর্ব চাকমা ঝিমিত স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক অপূর্ব চাকমা ঝিমিত “বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ” এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলা কমিটি‘র এই পদটি শূন্য হয়।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর দায়িত্ব পাওয়ায় জেলা নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে শফিকুল আলম সকলের দোয়া ও আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।
অবিভক্ত ৪নং লতিবান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত আব্দুল মালেক এর ছেলে ও পানছড়ি উপজেলা যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন পানছড়ি উপজেলা শাখার ১ম যুগ্ন-সম্পাদক।