• February 19, 2025

বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিজিবি-বিএসএফ’র মৈত্রী সাইকেল র‌্যালি

 বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিজিবি-বিএসএফ’র মৈত্রী সাইকেল র‌্যালি

স্টাফ রিপোর্টার: রাঙামাটি জেলার কাসালং বিওপি’র সীমান্ত পিলার (২৩০০ মেইন পিলার) এর কাছে ভারত-বাংলাদেশ শূন্য লাইনে জাতির পিতা বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী উপলক্ষে শনিবার ভারতীয় ‘বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)’এর উদ্যোগে মৈত্রী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মৈত্রী সাইকেল র‌্যালিতে ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র পক্ষে ৫৪ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মাজহারুল ইসলাম পিএসসি, জি এবং বিএসএফ’র পক্ষে আইজল (মিজোরাম) সেক্টরের অধিনায়ক ডিআইজি শ্রী রাজীব, ডেপুটি ডিআইজি সি. পি. মিনা, ১৪৫ বিএসএফ ব্যাটালিয়ন’র কমান্ড্যান্ট শ্রী আর. পি. উদিত এবং ৯০ বিএসএফ ব্যাটালিয়ন’র উপ-অধিনায়ক শ্রী নিলন অংশগ্রহণ করেন।

মৈত্রী সাইকেল র‌্যালির সমাপনী অনুষ্ঠানে ৫৪ বিজিবি ব্যাটালিয়ন’র অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মাজহারুল ইসলাম পিএসসি, জি পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা শেষে ‘বিজিবি’ ও ‘বিএসএফ’ কর্মকর্তারা উভয় দেশের সীমান্ত সম্প্রীতি সুরক্ষায় এ ধরনের কর্মতৎপরতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post