• October 12, 2024

বঙ্গবন্ধু ৭ মার্চের ঐতিহাসিক ভাষনের মধ্যদিয়ে স্বাধীনতার বীজ বপন করেছিল

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা: মাটিরাঙ্গায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে মাটিরাঙ্গার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড । দিবসটি উপলক্ষে সকালে মুক্তিযোদ্ধাদের একটি র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা মুক্তিযোদ্ধা চত্বরে শেষ হয়। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সহকারী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হানিফ হাওলাদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুনছুর আলী, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো: হারুন ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো: তাজুল ইসলাম প্রমুখ। সভায় মুক্তিযোদ্ধারা বলেন , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনের  মধ্যদিয়ে স্বাধীনতার বীজ বপন হয়েছিল মন্তব্য করে আওয়ামীলীগের নেতৃত্বে দেশের মাটি ও মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করেছিলেন তারা। বক্তারা মুক্তিযোদ্ধা আর আওয়ামীলীগ এক ও অভিন্ন দাবী করে উভয়ের মধ্যে সৃষ্ঠ যে কোন সমস্যা সমাধানে আলোচনার বিকল্প নাই বলে মতপ্রকাশ করেন।

এ সময় মাটিরাঙ্গার জনৈক আওয়ামীলীগ নেতার সাম্প্রতিক সময়ে দেয়া বিভিন্ন অনুষ্ঠানের বক্তব্য মুক্তিযোদ্ধাদের সুনাম ক্ষুন্নœ করেছে অভিযোগ করেন। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা কিছু পাওয়ার জন্যে যুদ্ধে অংশগ্রহন করেননি,তারপরও বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা ও ভালবাসায় দেয়া চাকুরির ৩০% কোটাসহ নানামুখী সহযোগীতার হাত প্রসারিত করায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। এ ছাড়া সকলে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে ৫ জানুয়ারি সংসদ নির্বাচনের মতো আগামী সংসদ নির্বাচনেও বাংলাদেশ আওয়ামীলীগকে বিজয়ী করতে কাজ করার আহবান জানান। পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ,সাবেক জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল মান্নান মিন্টু ও দপ্তর সম্পাদক মো: মোস্তফা, তবলছড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব ,সন্তান কমান্ড সভাপতি মো: আব্দুল মালেক প্রমুখ। এ ছাড়াও জেলা, উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকা থেকে আগত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post