• April 24, 2025

বঙ্গমাতার ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দীঘিনালায় আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

মোঃ আল আমিন,দীঘিনালা: বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মহিলা অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলার প্রশাসনের সহযোগিতায় এক আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনুকা খীসা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা তুলসী মোহন ত্রিপুরা প্রমুখ। আলোচনা সভাশেষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ছয় দুঃস্থ নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post