• February 9, 2025

বঙ্গমাতা শেখ ফজিলাতন্নেছার জন্মবার্ষিকীতে মানিকছড়িতে নানা অনুষ্ঠান

 বঙ্গমাতা শেখ ফজিলাতন্নেছার জন্মবার্ষিকীতে মানিকছড়িতে নানা অনুষ্ঠান
মানিকছড়ি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকীতে মানিকছড়ি উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ আলোচনা সভা, দোয়া মাহফিল ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেছে। ৮ আগস্ট  সকাল ৯ টায় দলীয় অফিস চত্বরে দলের সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন।
এর পর দলীয় অফিসে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে আওয়ামীলীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক নো. মাঈন উদ্দীন,যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেনসহ দলের সিনিয়র সদস্যদের নিয়ে সকলে মোনাজাতে অংশগ্রহন করেন। মোনাজাত পরিচালনা করেন, আওয়ামী ওলামালীগের সাধারণ সম্পাদক মাও. মো. আহমাদুল হক।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্টিত  আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না মাহমুদ।  অতিথি ছিলেন, উপজেলা  চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সহকারী কমিশনার(ভূমি) রুম্পা ঘোষ, থানার ওসি তদন্ত মো. ইলিয়াস ও মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম প্রমূখ। সভা শেষে উপজেলার ৭জন দরিদ্র প্রশিক্ষিত নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post