বজ্রপাতে মানিকছড়িতে এক সেনা সদস্য নিহত
মানিকছড়ি প্রতিনিধি : বুধবার ৯মে সন্ধ্যা পৌনে ৭টার দিকে বজ্রপাতে মানিকছড়ি উপজেলার ডাইনছড়ির নিজ বাড়ীতে সেনা সদস্য মো. নুর আলম (২৬) মৃত্যুবরণ করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মানিকছড়ি উপজেলার ডাইনছড়ি চেয়ারম্যান পাড়ার মো. আব্দুল আলিম এর পুত্র মো. নুর আলম (২৬) দুবছর আগে বাংলাদেশ সেনাবাহিনীর সিপাহি পদে নির্বাচিত হন। এরপর প্রশিক্ষণ শেষে সম্প্রতি কর্মস্থলে যোগদান শেষে ছুটিতে বাড়ী আসেন।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে বজ্রপাত বাড়ীতে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারপরও লোকজন তাকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত্যু নিশ্চিত করেন। এখবর ছড়িয়ে পড়লে মূহুর্তের মধ্যে শত শত লোক হাসপাতালে ছুটে আসেন।
এসময় নিহতের আত্মীয় স্বজনের কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠে। নিহতের নতুন কর্মস্থল এবং ইউনিট সম্পর্কে তাৎক্ষনিক ভাবে কেউই সঠিক তথ্য দিতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালে পুলিশ ও স্থানীয় সেনাবাহিনীর সদস্যরা লাশের সুরতহাল করছিল।