• February 18, 2025

বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ সহায়তা প্রদান করেছেন সেনা প্রধান

 বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ সহায়তা প্রদান করেছেন সেনা প্রধান

ডেক্ম রিপোর্ট: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সিলেটের বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে সেনাবহিনী প্রধান কোম্পানীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক ও নিকটবর্তী বন্যা কবলিত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং বন্যা কবলিত মানুষদের সাথে কথা বলেন।

এ সময় সেনাবহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের নিরলসভাবে উদ্ধার তৎপরতা অব্যাহত রাখা, জরুরী ত্রাণকার্য পরিচালনা, চিকিৎসা সহায়তা প্রদান এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মকভাবে আত্মত্যাগের মাধ্যমে সহায়তার নির্দেশনা প্রদান করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ আবু সাঈদ সিদ্দিক, মাস্টার জেনারেল অফ অর্ডন্যান্স এবং জিওসি ১৭ পদাতিক ডিভিশন মেজর জেনারেল হামিদুল হক সহ আরও উর্ধতন কর্মকর্তাগন।-আইএসপিআর।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post