বন্যাক্রান্তদের সহযোগিতায় ত্রাণফান্ড গঠন করলেন নতুন ধারার মোমিন মেহেদী
স্টাফ রিপোর্টার: বন্যাক্রান্তদের সহযোগিতার জন্য ত্রাণফান্ড গঠন করলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। তিনি নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত ‘বন্যাক্রান্তদের জন্য আমাদের করণীয়’ শীর্ষক আলোচন সভা শেষে সবার আগে নগদ কিছু অর্থ দিয়ে এ ফান্ড গঠন করেন। ৩৩ তোপখানা রোডস্থ কার্যালয়ে ২০ জুলাই অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভাইস চেয়ারম্যান শেখ হাবিব খোকন।
উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার কলামিস্ট চঞ্চল মেহমুদ কাশেম, আলতাফ হোসেন রায়হান, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত প্রমুখ। আগ্রহী যে কেউ ৩৩ তোপখানা রোডস্থ চেয়ারম্যান কার্যালয়ে থাকা নির্ধারিত ত্রাণফান্ড বক্স-এ সরাসরি দান করতে পারবেন, এছাড়াও ০১৭৯৫৫৬৮১৩৭-এ বিকাশ এবং নতুনধারা বাংলাদেশ এনডিবির ব্যাংক একাউন্ট নম্বর- ০১০১১৫৬৬৯৮১৬ (জনতা ব্যাংক, তোপখানা রোড শাখা, ঢাকা)-এ দিতে পারবেন।