Homeস্লাইড নিউজশিরোনাম

বর্ণাঢ্য প্রস্তুতি শেষে খাগড়াছড়িতে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে বর্ণাঢ্য প্রস্তুতি শেষে সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সোমবার থেকে সূচনা

গুইমারাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর যাত্রা শুরু
পানছড়ির জিরানীখোলার দুই বিদ্যালয়ে বই বিতরণ ও সমাবেশ
লক্ষ্মীছড়িতে ২দিন ব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে বর্ণাঢ্য প্রস্তুতি শেষে সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সোমবার থেকে সূচনা হয়েছে। এরি মধ্যে সবকয়টি মন্দিরে এই উৎসবের পূজাকে আনন্দমুখর করে তুলতে ঢাকে পড়েছে কাঠি। আলো-সানাই-শঙ্খ আর কাঁসার শব্দে হিন্দু নারী-পুররু-শিশু-কিশোরদের প্রাণ তুলেছে উৎফুল্ল করে। মৃন্ময়ী থেকে আনন্দময়ীর রূপদান পর্বের সমাপ্তি। সনাতনীদের বিশ্বাস, কৈলাশ শিখর ছেড়ে পিতৃগৃহে আসা মা দুর্গার অকাল বোধন হবে আজ। আকাশে-বাতাসে এখন শারদ উৎসবের শিহরণ।

শিল্পী তার তুলির নিপুণ আঁচড়ে বর্ণাঢ্য বিভায় উদ্ভাসিত করে তুলেছে মহিষাসুর মর্দিনীকে। প্রতিমার অধিষ্ঠান হয়েছে মন্ডপে মন্ডপে। মহা ষষ্ঠীর মাধ্যমে খুলেছে মাযের আয়ত চোখের পলক। অসুর বধে চক্র, গদা, তীর, ধনুক, খড়গ-কৃপাণ-ত্রিশুল হাতে মাতৃরূপেন অসুরদলনী দেবী হেঁসে উঠবেন। এবার দূর কৈলাশ ছেড়ে মা পিতৃগৃহে আসবেন দোলায় চড়ে। বিজয়া দশমীতে দেবী বিদায় নেবেন ।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে সোমবার ষষ্ঠাদি কল্পারম্ভ, সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস শুরু হয়েছে। অতঃপর মঙ্গলবার শুরু হয়েছে মহাসপ্তমী তিথি এবং মহাসপ্তমীর প্রভাতে ঢাক-ঢোলক-কাঁসর বাজিয়ে কলাবউ স্নান ও আদরিণী উমার সপরিবারে তিথি বিহীত পূজা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খাগড়াছড়ি জেলা শাখা পক্ষ থেকে বলা হয়েছে,সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি শ্রদ্ধা রেখে খাগড়াছড়ি জেলা ও উপজেলাগুলো এই পূজা পালিত হচ্ছে।