বর্তমান সরকার ত্রিপুরা জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে- কংজরী চৌধুরী
খাগড়াছড়ি প্রতিনিধি: বর্তমান সরকার ত্রিপুরা জনগোষ্ঠীর কল্যানে কাজ করে যাচ্ছে মন্তব্যে করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন অব্যাহত রাখতে হলে আগামীতে আবারো নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। নৌকার অগ্রযাত্রা অব্যাহত থাকলে পাহাড় আর সমতলের কোন পার্থক্য থাকবেনা, পাহাড়ে কেউ পিছিয়েও থাকবেনা বলেও জানান তিনি। বিকেলে রামগড় উপজেলা টাউনহলে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম রামগড় কলেজ শাখার উদ্যেগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের রামগড় কলেজ শাখার সভাপতি হিমেল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এটিএম মোর্শেদ, বিশিষ্ট লেখক প্রভাংশু ত্রিপুরা, ত্রিপুরা কল্যান সংসদের সাবেক সভাপতি সুরেশ মোহণ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক হরিপদ্দ ত্রিপুরা, রামগড় উপজেলা প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিন, ত্রিপুরা যুব কল্যান সংসদের সভাপতি রতন বৈষ্ণব ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কলেজ শাখার সহ-সভাপতি বিপুল ত্রিপুরা বাচ্চু, যুগ্ন সাধারণ সম্পাদক ধনমোহণ ত্রিপুরা, সাবেক সসভাপতি ত্রিদ্বীপ ত্রিপুরাসহ অভিভাবক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। পরে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ পর্যায়ে ইর্ষনীয় ফলাফল করা কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পাঠ্যবই তুলে বিতরণ শেষে আয়োজকদের হাতে নগদ ৫০ হাজার টাকার অনুদান তুলে দেন প্রধান অতিথি।